অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম


রেল ভ্রমণ একটি নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ। তবে রেল ভ্রমণ করতে গেলে প্রথমত আমাদের যে জিনিসটি অবশ্যই লাগবে সেটি হচ্ছে টিকিট। টিকিট ছাড়া আমরা রেল ভ্রমণ করতে পারব না। টিকিট ছাড়া রেল ভ্রমণ আইনত অপরাধ। তবে ট্রেনের টিকেট কাটতে গেলে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। যেমন ট্রেনের টিকেট কাটতে গেলে লম্বা লাইনের সিরিয়ালে দাঁড়াতে হয়। লাইনে দাঁড়ানোর পরেও আমরা টিকিট পাওয়ার আগেই টিকেট শেষ হয়ে যায়। এমতাবস্থায় ট্রেনের টিকেট কাটা আমাদের জন্য খুবই কষ্টকর।

তবে অনলাইনে টিকিট কাটার নিয়ম চালু হওয়ার পর থেকে আমরা অতি সহজে ট্রেনের টিকিট কাটতে পারি। অনলাইনে টিকিট কাটতে গেলে আপনার অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

ট্রেনের টিকেট কাটার নিয়ম

ট্রেনের টিকিট কাটতে প্রথমে আপনাদের https://eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইটে যাওয়ার পর-

চিত্র ১
চিত্র ১ অনুসারে এরকম পেইজ দেখতে পাবেন। এখানে আপনি ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। তারপর REGISTER অপশনে এ ক্লিক করবেন।

চিত্র ২
ক্লিক করার পর চিত্র ২ অনুসারে এরকম পেজ আসবে। আপনি এখানে প্রথমে মোবাইল নাম্বার তারপর এনআইডি তারপর জন্ম তারিখ দিয়ে Verify অপশনে ক্লিক করুন।

চিত্র ৩
ক্লিক করার পর চিত্র ৩ অনুসারে এরকম একটি পেজ আসবে। আপনি এখানে ইমেইল এড্রেস, পোস্টকোড, এড্রেস, পাসওয়ার্ড সেট করে COMPLETE REGISTRATION অপশনে এ ক্লিক করবেন।

চিত্র ৪
চিত্র ৪ অনুসারে তারপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে LOGIN অপশনে ক্লিক করবেন।

চিত্র ৫
ক্লিক করার পর চিত্র ৫ অনুসারে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি From এর ঘরে আপনি যে জায়গা থেকে যাত্রা করবেন সেটি উল্লেখ করবেন। তারপর To এর ঘরে আপনি যেখানে যাবেন সেটি উল্লেখ করবেন। তারপর Date of Journey এ ঘরে আপনি কোন তারিখে যাত্রা করবেন সেটি উল্লেখ করবেন। তারপর Choose Class এ ঘরে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। এগুলো হচ্ছে ট্রেনের সিটের ধরন। যেমন আপনি কোন ধরনের সিটে যাত্রা করতে চান সেটি উল্লেখ করবেন। তারপর SEARCH TRAINS এ অপশনটিতে ক্লিক করবেন।

চিত্র ৬
ক্লিক করার পর চিত্র ৬ অনুসারে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি যে জায়গায় যাত্রা করবেন সে জায়গার কোন ট্রেন এবং সিটের ধরন কতগুলো সিট আছে সেটি দেখতে পাবেন। আপনি সিটের ধরন চয়েজ করার পর BOOK NOW অপশনটিতে ক্লিক করবেন।

চিত্র ৭
ক্লিক করার পর চিত্র ৭ অনুসারে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন ট্রেনের কোন বগিতে কতগুলো সিট খালি আছে এবং কতগুলো সিট বুকিং হয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন যেগুলো ঘর সাদা আছে সেগুলো সিট খালি আছে এবং যেগুলো ঘর হলুদ কালার দেখাবে সেগুলো সিট বুক হয়েছে। এখন আপনি সিট বুক করার জন্য সাদা ঘর গুলোতে টাচ করুন। টাচ করার পর দেখবেন ঘরগুলো কালো হয়ে যাবে। তবে উল্লেখ্য যে আপনি সর্বোচ্চ চারটি টিকেট কাটতে পারবেন। তো সিট সিলেক্ট করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার টিকিকটি কোন ক্লাসের, ট্রেনের বগি নাম্বার, টিকিটের মূল্য কত, ট্রেনের নাম, আপনার যাত্রার স্থান, কোন তারিখে কয়টায় ট্রেন ছাড়বে এখানে সব তথ্য দেখতে পাবেন। সব তথ্য দেখার পর আপনি CONTINUE PURCHASE অপশনটিতে ক্লিক করবেন।

চিত্র ৮
ক্লিক করার পর চিত্র ৮ অনুসারে এরকম একটি পেজ আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলে চার সংখ্যা বিশিষ্ট একটি ওটিপি পাঠানো হয়েছে। আপনার মোবাইলে ওটিপি পাওয়ার পর ওটিপি চারটি সংখ্যা ওটিপির ঘরে বসিয়ে Verify অপশনটিতে ক্লিক করবেন।

চিত্র ৯
ক্লিক করার পর চিত্র ৯ অনুসারে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন ট্রেনের কোন বগিতে কতগুলো সিট খালি আছে এবং কতগুলো সিট বুকিং হয়েছে। এখানে একটি বিষয় খেয়াল করবেন যেগুলো ঘর সাদা আছে সেগুলো সিট খালি আছে এবং যেগুলো ঘর হলুদ কালার দেখাবে সেগুলো সিট বুক হয়েছে। এখন আপনি সিট বুক করার জন্য সাদা ঘর গুলোতে টাচ করুন। টাচ করার পর দেখবেন ঘরগুলো কালো হয়ে যাবে। তবে উল্লেখ্য যে আপনি সর্বোচ্চ চারটি টিকেট কাটতে পারবেন। তো সিট সিলেক্ট করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার টিকিকটি কোন ক্লাসের, ট্রেনের বগি নাম্বার, টিকিটের মূল্য কত, ট্রেনের নাম, আপনার যাত্রার স্থান, কোন তারিখে কয়টায় ট্রেন ছাড়বে এখানে সব তথ্য দেখতে পাবেন। সব তথ্য দেখার পর আপনি CONTINUE PURCHASE অপশনটিতে ক্লিক করবেন।

চিত্র ১০
চিত্র ১০ অনুসারে, ধরুন আপনি বিকাশে টিকেট ক্রয় করতে চাচ্ছেন। তাহলে আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বিকাশ একাউন্ট নাম্বারের ঘরে আপনার বিকাশের মোবাইল নাম্বারটি দিন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করুন। পরের ধাপে বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে আপনি টিকিট কনফার্ম করে ফেলুন। কনফার্ম হওয়ার পর আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সে ইমেইলে টিকেটটি ডাউনলোড হয়ে যাবে।












Next Post Previous Post
No Comment
Add Comment
comment url