অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম

আসলামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন কিভাবে করবেন। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার জন্ম নিবন্ধন করাটা জরুরী। শিশুর বয়স যত কম থাকবে তত তাড়াতাড়ি জন্ম নিবন্ধন করাটা ভালো। বয়স যত বেশি হবে তত বেশি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং ফির পরিমান বেশি লাগবে। অনলাইনে জন্ম নিবন্ধন চালু হওয়ার পর থেকেই জন্ম নিবন্ধন করাটা অনেকাংশে সহজ হয়েছে।


জন্ম নিবন্ধন করার পূর্বে যে বিষয়ে জানা দরকার।


শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে যা লাগবে-

*শিশুর টিকাদানের কার্ড/হাসপাতালে ছাড়পত্র।

*বাসা বাড়ির ট্যাক্স/কর পরিষদের রশিদ।

*পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ (অপশনাল)

*পিতা মাতার ভোটার আইডি কার্ড (অপশনাল)

*অভিভাবকের সচল একটি মোবাইল নাম্বার।


শিশুর বয়স ৪৬ থেকে ৫ বছর হলে যা লাগবে-

*প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রত্যয়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

*শিশুর টিকাদানের কার্ড/হাসপাতালে ছাড়পত্র।

*বাসা বাড়ির ট্যাক্স/কর পরিষদের রশিদ।

*পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ (অপশনাল)

*পিতা মাতার ভোটার আইডি কার্ড (অপশনাল)

*অভিভাবকের সচল একটি মোবাইল নাম্বার।


বয়স পাঁচ বছরের বেশি হলে যা লাগবে-

*প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট।

*চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র।

*বাসা বাড়ির করপরিশোধের রশিদ।

*পিতার মাতার জন্ম নিবন্ধন(যদি থাকে)

*বয়স প্রমাণের জন্য চিকিৎসা কর্তৃক প্রত্যয়ন পত্র (এমবিবিএস বা তদূর্ধ্ব ডিগ্রী

 ধারি কর্তৃক স্বাক্ষরিত)


চলুন জেনে নেই অনলাইনে কিভাবে জন্ম নিবন্ধন করবেন


প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারের সার্চ লিখবেন https://bdris.gov.bd/br/application এই ওয়েবসাইটটিতে চলে যাবেন।


চিত্র ১

চিত্র ১ অনুসারে এখানে তিনটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে জন্মস্থান আরেকটি হচ্ছে স্থায়ী ঠিকানা। আর যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তাহলে নিচেরটি সিলেক্ট করবেন আপনি যে ঠিকানা করতে চান সেটি সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করবেন।

চিত্র ২

চিত্র ২ অনুসারে নিবন্ধনধারী ব্যক্তির পরিচিতি সকল অংশ পূরণ করতে হবে। জন্মস্থান ঠিকানা সকল অংশ পূরণ করতে হবে এখানে উল্লেখ্য যে লাল স্টারমার্ক করা ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে পূরণ করার শেষ হলে পরবর্তী অপশনে ক্লিক করবেন।

চিত্র ৩

চিত্র ৩ অনুসারে পিতার তথ্য ও মাতার তথ্য পূরণ করতে হবে এখানে পিতা ও মাতা জন্ম নিবন্ধন নাম্বার অবশ্যই দিতে হবে তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন।

চিত্র ৪

চিত্র ৪ অনুসারে বর্তমান স্থায়ী ঠিকানা সম্পূর্ণভাবে পূরণ করে পরবর্তী ওখানে ক্লিক করবেন

চিত্র ৫

চিত্র ৫ অনুসারে আবেদনকারী প্রত্যয়ন পূরণ করবেন অভিভাবক পিতা হলে পিতা এবং মাথা হলে মাথা বা পিতা-মাতা ছাড়া অন্য কেউ হলে তা উল্লেখ করবেন। সম্পূর্ণ পূরণ করা হলে সংযোজন এ ছবি যুক্ত করবেন যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো ছবি আপলোড করবেন ছবিগুলো দুই মেগাবাইটের নিচে হতে হবে তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আবেদন পদ্ধতি সাকসেস হবে।

সেখানে আবেদন পত্রের নাম্বার উল্লেখ থাকবে সে নাম্বারটি সংগ্রহ করে রাখবেন। আবেদন করার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হবে। সেখানে আবেদন পত্রের পিন কপি বা আবেদনপত্রের নাম্বার বললে সেখানে দায়িত্বরত কর্মকর্তারা আবেদন সনদটি প্রিন্টকপি চেয়ারম্যান সাক্ষরিত সিল সহ আপনাকে জন্ম সনদটি দিয়ে দিবে।



➡️ আপনার জন্ম নিবন্ধন যাচাই করুন












Next Post Previous Post
No Comment
Add Comment
comment url