ওয়েবসাইট মোবাইলে Zoom হচ্ছে না এর সমস্যার সমাধান।



 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটি আপনার অ্যান্ড্রয়েড ফোন স্ক্রিনে Zoom করতে পারছেন না। আমরা অনেকেই এমন সমস্যায় পড়ি। অনেকে হয়তো ভাবেন যে ওয়েবসাইটে কোন সেটিংসের কারণে এই সমস্যা হচ্ছে। মূলত এই সমস্যাটি ওয়েবসাইটের কোন সেটিংস এর কারণে হয় না। এটি মূলত গুগল ক্রমের ওয়েব জুমিং অপশনটি বন্ধ থাকার কারণে হয়ে থাকে।


সমস্যার সমাধান

                                    চিত্র ১

এই সমস্যাটি সমাধান করার জন্য চিত্র ১ অনুসারে আপনাদের মোবাইলের গুগল ক্রোম ওপেন করুন।


                     ‌               চিত্র ২

চিত্র ২ অনুসারে উপরের ডান দিকে কোনে থ্রি ডট মিনোতে ক্লিক করুন।


চিত্র ৩

চিত্র ৩ অনুসারে sittings এ ক্লিক করুন।


চিত্র ৪

চিত্র ৪ অনুসারে Accessibility তে ক্লিক করুন।


চিত্র ৫

চিত্র ৫ অনুসারে Force enable zoom এবং Simplified view for web page অপশন দুটি অন করে দিন। তাহলে জুমিং সমস্যার সমাধান হয়ে যাবে।

আশা করি তথ্য অনুসারে আপনাদের সমস্যাটি সমাধান হয়েছে। যদি তারপরেও বুঝতে কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url