মোবাইলের সেরা চারটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ

 মোবাইলের সেরা চারটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ।

অ্যান্ড্রয়েড ফোনের একটি গুরুত্বপূর্ণ ফিচারস হচ্ছে স্ক্রিন রেকর্ডার। আপনার ফোনে যদি স্ক্রিন রেকর্ড করার সুবিধা না থাকে, সেই ক্ষেত্রে প্লে স্টোরে অনেক স্ক্রিন রেকর্ডার এপ্লিকেশন আছে। সেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই নিজের ফোনে স্ক্রিন রেকর্ড করতে পারবেন।

তবে এন্ড্রোইড ফোনের ডিফল্ট স্ক্রিন রেকর্ডার দ্বারা নরমাল স্ক্রিন রেকর্ডিং সম্ভব হলেও, বিশেষ কিছু আপনি করতে পারেন না। তাই আমাদের প্লে স্টোরের বিভিন্ন থার্ড পার্টির এপ্লিকেশন ব্যবহার করতে হয়।

তাই এই আর্টিকেলে আমি আপনারা কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করবেন, তার জন্য সেরা ৪ টি ফ্রি স্ক্রিন রেকর্ডার সম্পর্কে পরিচয় করিয়ে দেবো। যাদের দ্বারা আপনি HD কোয়ালিটিতে স্ক্রিন রেকর্ড সহ গেম রেকর্ড ও লাইভ স্ট্রিম করতে পারবেন, ফেসক্যাম ও ইন্টারনাল ও এক্সটার্নাল মাইক ব্যবহার করতে পারবেন।

এবং একই এপ্লিকেশন গুলোর মধ্যেই স্ক্রিন রেকর্ড করা ভিডিও এডিটিং করতে পারবেন।





1. AZ Screen Recorder

AZ Screen Recorder বেশ জনপ্রিয় স্ক্রিন রেকর্ডিং অ্যাপ যা প্লে স্টোরে বহু বছর থেকে বেশ জনপ্রিয় অ্যাপ। আপনারা প্লে স্টোরে এর রেটিং এবং ডাউনলোড সংখ্যা দেখলেই বুছতে পারবেন।

AZ Screen Recorder আপনাকে মোবাইল স্ক্রিন রেকর্ড করার ক্ষেত্রে যেসমস্ত সেটিংস ও ফিচারস প্রদান করছে তা কখনোই আপনি নেটিভ বা ডিফল্ট এবং অন্যান্য screen recorder apps এর মধ্যে এক সাথে দেখতে পাবেন না।

এখানে আপনি 240p থেকে 1080p, 30 FPS to 60 FPS, ইন্টারনাল ও এক্সটার্নাল মাইক রেকর্ড, টাচ শো সহ আরো ফিচারস পেয়ে যাবেন।




2. XRecorder

XRecorder রেকর্ডার অ্যাপটি আপনাকে এরকম কিছু ফিচারস প্রদান করে যা সহজ তবে আপনার রেকর্ডিং অভিজ্ঞতাকে আরো অ্যাডভান্স করে দেবে। আপনি 720 & 1080 রিসোলিউশনে 60 FPS রেকর্ডিং, মাল্টিপল অডিও সোর্স পাবেন।

এছাড়াও কোনো ওয়াটার মার্ক নেই, একই সাথে ভিডিও এডিটর করার ফিচারস আছে এবং ফেসক্যাম সহ স্ক্রিন রেকর্ড করতে পারবেন।




3. Mobizen Screen Recorder

গুগল প্লে স্টোরে বেশ পুরানো এবং জনপ্রিয় মোবাইল স্ক্রিন রেকর্ড করার অ্যাপস গুলির মধ্যে এটি একটি যা এখনও বেশ জনপ্রিয়। এর ফিচারস বা বৈশিষ্ট্য গুলি হল, স্ক্রিন রেকর্ড, ক্যাপচার এবং রেকর্ড ভিডিও এডিট করার সুবিধাও আপনি পেয়ে যাবেন।

কোন ওয়াটারমার্ক ছাড়াই স্ক্রিন রেকর্ড করতে পারবেন, 1080 (FHD) থেকে শুরু করে QUAD HD 2K তে 60 FPS সহ রেকর্ড করতে পারবেন। 

এছাড়াও ফেসক্যাম রেকর্ডিং, মাল্টিপল অডিও সোর্স, এক্সটেরনাল স্টোরেজ ভিডিও সেভ এবং এডিটিং এরও সুবিধা আছে। এটি মোবাইল স্ক্রিন রেকর্ডার এর পাশাপাশি একটি গেম রেকর্ডারও।




4. Loom Screen Recorder  

আপনি যদি টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ্স হবে Loom Screen Recorder. কারণ উক্ত এপস এর মাধ্যমে আপনি আপনার ফোনের স্ক্রিন রেকর্ড করার পাশাপাশি ক্যামেরাকে একটিভ করতে পারবেন। 

মূলত যারা বিভিন্ন প্রকারের টিউটোরিয়াল এবং প্রজেক্ট ভিডিও তৈরি করতে চায়। তারা অধিকাংশ সময় এই স্ক্রিন রেকর্ডার অ্যাপ কে ব্যবহার করে থাকে। আর এই স্ক্রিন রেকর্ডার এপস এর মধ্যে আপনি বিভিন্ন প্রকারের উন্নত মানের ফিচার দেখতে পারবেন।

যেমন এই অ্যাপস এর মধ্যে আপনি পাসওয়ার্ড প্রটেকশন এর ফিচার দেখতে পারবেন। যার ফলে আপনি ছাড়া আপনার এই অ্যাপস টি কেউ ওপেন করতে পারবে না। এবং এই অ্যাপস দিয়ে রেকর্ড করা ভিডিও গুলো দেখতে পারবে না। এর পাশাপাশি যখন আপনি এই অ্যাপস কে কাজে লাগিয়ে আপনার স্মার্টফোনের স্ক্রিন রেকর্ড করবেন। তখন সেই রেকর্ড করা ভিডিও গুলো সরাসরি গিয়ে ক্লাউডে জমা হবে। এবং উক্ত অ্যাপস এর মধ্যে আপনি যে সকল স্ক্রিন রেকর্ড করবেন সেই রেকর্ড করা ভিডিও ফাইল গুলো কে এই অ্যাপসের মাধ্যমে পরবর্তী সময়ে আপনার পছন্দমত এডিট করে নিতে পারবেন।









Next Post Previous Post
No Comment
Add Comment
comment url