কম্পিউটার স্লো হওয়ার কারণ এবং এই সমস্যার সমাধান।

 



আমাদের দৈনন্দিন কর্মক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অপরিসীম। তবে কর্মক্ষেত্রের এই প্রয়োজনীয় কম্পিউটারটি ব্যবহারের সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। যেমন কম্পিউটার হ্যাং করা স্লো কাজ করা। কম্পিউটার হ্যাং বা স্লো হওয়ার বেশ কিছু কারণ থাকে। কি কি কারণে কম্পিউটার হ্যাং করে বা স্লো হয়। এই সমস্যার গুলোর সমাধান নিম্নে উল্লেখ করা হলো:


কম্পিউটার স্লো বা হ্যাং হওয়ার কয়েকটি কারণ উল্লেখ করা হলো:


১/ কম্পিউটারে রেমের ধারণক্ষমতার চেয়ে যদি বেশি পরিমাণ সফটওয়্যার রান করা হয়।

২/ কম্পিউটারে সি ড্রাইভ যদি পরিপূর্ণ হয়ে যায়।

৩/ পিসির ধারণক্ষমতার চেয়ে যদি বেশি প্রোগ্রাম রান করালে।

৪/ কম্পিউটারে প্রোগ্রাম রান করার পরে যে জাং ফাইলগুলো তৈরি হয় সেগুলো পরিষ্কার না করলে।

৫/ পিসির ভিতরে ময়লা থাকলে সেগুলো পরিষ্কার না করলে।

৬/ পিসিতে ভাইরাজজনিত পেনড্রাইভ ব্যবহার করলে।

৭/ পিসিতে কাজের তুলনা প্রয়োজনীয় র‍্যাম কম হলে।

৮/ পিসিতে কুলিং ফ্যান ঠিকভাবে  কাজ না করলে।

৯/ পিসির হার্ডড্রাইভ ভাইরাস আক্রান্ত হলে।


স্লো বা হ্যাং সমস্যা সমাধান:


১/ কম্পিউটারে window key + R চাপুন তাহলে run প্রোগ্রাম ওপেন হবে। সেখানে temp লিখে  Enter চাপুন। তাহলে আপনি যতগুলো প্রোগ্রামের কাজ করেছেন সেগুলোর জাং ফাইলগুলো দেখতে পাবেন। সেগুলো সব সিলেক্ট করে ডিলিট করুন।

২/ window+R চাপুন তাহলে run প্রোগ্রাম ওপেন হবে। সেখানে %temp% লিখে  Enter চাপুন। সেখানে জ্যাং ফাইল দেখতে পাবেন। সেগুলো সব সিলেক্ট করে ডিলিট করুন।

৩/ window+R চাপুন তাহলে run প্রোগ্রাম ওপেন হবে। সেখানে prefetch লিখে Enter চাপুন। সেখানে জ্যাং ফাইল দেখতে পাবেন। সেগুলো সব সিলেক্ট করে ডিলিট করুন।

৪/পিসির C ড্রাইবের উপর মাউসের রাইটে ক্লিক করে properties>Disk Clean>Ok>Delete Files এ ক্লিক করবেন। এভাবে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করবেন।

৫/window+R চাপুন তাহলে run প্রোগ্রাম ওপেন হবে। সেখানে msconfig লিখে Enter চাপুন। তাহলে System Configuration নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে Startup এ ক্লিক করুন তাহলে দেখতে পাবেন আপনার পিসিটি অন করার সময় কতগুলো প্রোগ্রাম রান করে, এর সবগুলোই এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো ঠিক মার্ক দিয়ে,বাকিগুলো ঠিক মার্ক উঠিয়ে দিয়ে Ok চাপুন।

৬/ পিসির C ড্রাইভে ক্লিক করুন। তারপর Windows> SoftwareDistribution> Download এ ক্লিক করলে কিছু জাঙ্গ ফাইল দেখতে পাবেন, সেগুলো সব সিলেক্ট করে ডিলিট করুন।


আশা করি উপরে দেয়া তথ্য অনুসারে সমস্যার সমাধানটি পেয়েছেন। যদি বুঝতে কোন রকম সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।













Next Post Previous Post
No Comment
Add Comment
comment url