জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২৪

 জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২৪

অনলাইনে খুব সহজে আপনি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারেন। বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন অনলাইন সনদের প্রয়োজন হয়। ধরুন আপনার একটি বিশেষ প্রয়োজনে খুব জরুরিভাবে জন্ম নিবন্ধন সনদ দরকার। কিন্তু আপনার নিকট এই মুহূর্তে নেই, হয়তোবা কোন কারনে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে নিতে পারেন। তবে সে ক্ষেত্রে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকতে হবে।

চলুন জেনে নেই কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন।

অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে হলে প্রথমে আপনারা যে কোন ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে লিখবেন https://everify.bdris.gov.bd/ এই ওয়েবসাইটে চলে যাবেন।

চিত্র ১

চিত্র ১ অনুসারে এরকম পেজ দেখতে পাবেন। এখানে আপনি Birth Registration Number এর জায়গায় জন্ম সনদের নাম্বারটি দিবেন। তারপর নিচের অংশে Date of Birth এর জায়গায় আপনি জন্ম তারিখটি বসাবেন। তারপর নিচের অংশে চারটি সংখ্যার যোগ বা বিয়োগ সংখ্যা দেয়া থাকবে। সে সংখ্যাগুলো যোগ বা বিয়োগ করার পর সংখ্যাটি কত হয় সেই সংখ্যাটি The Answer is এর ঘরে বসাবেন। তারপর Search অপশনে ক্লিক করবেন।

চিত্র ২

তারপর চিত্র দুই অনুসারে জন্ম নিবন্ধন সনদটি দেখতে পাবেন। তবে এখানে ডাউনলোড কোন অপশন আপনি দেখতে পাবেন না। এখন হয়তো বলতে পারেন যে তাহলে কিভাবে ডাউনলোড করবো। হ্যাঁ তবে ডাউনলোড করার জন্য আমাদের একটি ট্রিকস অনুসরণ করতে হবে। সে ট্রিক্সটি হলো আপনারা যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে ডান দিকের ওপরে কোনে থ্রি ডট মিনুতে ক্লিক করুন।

চিত্র ৩

তারপর চিত্র 3 অনুসারে শেয়ার অপশনে ক্লিক করুন।

চিত্র ৪

চিত্র ৪ অনুসারে প্রিন্টার চিহ্নিত অপশনে ক্লিক করুন।

চিত্র ৫
চিত্র ৫ অনুসারে পিডিএফ ডাউনলোড নামক চিহ্নে ক্লিক করুন। তারপর আপনার ফোন গ্যালারির কোন ফোল্ডারে সেভ করবেন তা সিলেক্ট করে সেভ করে নিন। এই পিডিএফ কপিটি যে কোন কম্পিউটার দোকানে গিয়ে আপনি পিন করিয়ে নিতে পারেন।

আর কম্পিউটারে ডাউনলোড করতে চাইলে Ctrl+P কি চেপে প্রিন্ট করে নিতে পারেন।



















Next Post Previous Post
No Comment
Add Comment
comment url