জাতীয় বিশ্ববিদ্যালয় সকল পরীক্ষার রেজাল্ট
উপরের চিত্র অনুসারে, প্রথম অপশনে আছে Deree আপনি যদি ডিগ্রির শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ডিগ্রি সিলেট করুন। তারপর আপনি যদি ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখতে চান তাহলে ফাস্ট ইয়ার সিলেট করুন আর যদি সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখতে চান তাহলে সেকেন্ড ইয়ার সিলেক্ট করুন। মোটকথা আপনি যে ইয়ারে রেজাল্ট দেখতে চান সেটা সিলেট করুন। সিলেক্ট করার পর ডান পাশে Exam Roll এর জায়গায় পরীক্ষার্থীর রোল নাম্বারটা দিন। তারপর Registration এর জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটি দিন। তারপর Exam Year এর জায়গা আপনি যে ইয়ারের রেজাল্ট দেখতে চাচ্ছেন সে ইয়ারটি দিন। এক্সাম এয়ার এর ঠিক নিচে চার সংখ্যা বিশিষ্ট স্কেচ কোড দেয়া থাকবে এই কোডগুলো কোড বক্সে বসাতে হবে। তারপর Search Result এ ক্লিক করতে হবে। তাহলে আপনারা আপনাদের পরীক্ষার রেজাল্টি দেখতে পাবেন।
আশা করি বুঝতে পেরেছেন। যদি কোন বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।
পরীক্ষার রেজাল্ট দেখতে http://results.nu.ac.bd/ এই লিংকে ক্লিক করুন।
কারিগরি শিক্ষা বোর্ড সকল পরীক্ষার রেজাল্ট দেখুন