উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সকল পরীক্ষার রেজাল্ট

অনলাইনে খুব সহজে আপনারা বাউবি পরীক্ষার রেজাল্ট দেখতে পারেন। রেজাল্ট কিভাবে দেখবেন তা নিম্নে বিস্তারিত দেখুন।



উপরের চিত্র অনুসারে, Final Result এখানে শুধু মাত্র আপনারা সেমিস্টার ভিত্তিক রেজাল্ট দেখতে পারবেন। এখানে প্রথম অপশনটি হচ্ছে select examination name এখানে আপনারা কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে।

দ্বিতীয় অপশনটি হচ্ছে Please Enter Id Number এখানে আপনি আপনার পরীক্ষার আইডি নাম্বারটি দিবেন। যেমন: 09-0-0-06-232 এভাবে বসাবেন। তারপর View Result এ‌ ক্লিক করবেন। তাহলে আপনি আপনার পরীক্ষার রেজাল্টি দেখতে পারবেন



উপরের চিত্র অনুসারে, Details Result এখানে আপনারা পূর্বের সকল সেমিস্টার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন লাস্ট সেমিস্টারের রেজাল্ট দেখতে চাচ্ছেন, তাহলে আপনারা Details Result থেকে রেজাল্ট দেখতে পাবেন। মোটকথা আপনি আপনার সকল পরীক্ষার ফাইনাল রেজাল্ট দেখতে পাবেন। তো এখানে প্রোগ্রামের জায়গায় আপনি কোন পরীক্ষা রেজাল্ট দেখতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। তারপর শিক্ষার্থীর আইডির জায়গায় আইডি নাম্বারটি দেন। তারপর ফলাফলে ক্লিক করুন। তাহলে আপনার সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।

আশা করি বুঝতে পেরেছেন। যদি কোন বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।

পরীক্ষার রেজাল্ট দেখতে https://www.bou.org.bd/result/result.php এই লিংকে ক্লিক করুন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url